নগদ ইসলামিক এমএফএস একাউন্ট ইসলামিক শরিয়াহ ভিত্তিক একটি একাউন্ট যা শরিয়াহ সুপারভাইজারি কমিটির নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়। নগদ ইসলামিক একাউন্ট এ কোনো সুদ প্রযোজ্য নয়।
আপনি নগদ অ্যাপ এ প্রবেশ করে "আমার নগদ" > "My Nagad" অপশন থেকে "অ্যাকাউন্টের ধরণ" > "Account Type" অপশন এ ক্লিক করে আপনার অ্যাকাউন্টের ধরণ সাধারণ অ্যাকাউন্ট থেকে ইসলামিক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। (নগদ গ্রাহক প্রতি মাসে ১ বার অ্যাকাউন্টের ধরণ পরিবর্তন করতে পারবেন।)
আপনি নগদ অ্যাপ এ প্রবেশ করে "আমার নগদ" > "My Nagad" অপশন থেকে "অ্যাকাউন্টের ধরণ" > "Account Type" অপশন এ ক্লিক করে আপনার অ্যাকাউন্টের ধরণ সাধারণ অ্যাকাউন্ট থেকে ইসলামিক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। (নগদ গ্রাহক প্রতি মাসে ১ বার অ্যাকাউন্টের ধরণ পরিবর্তন করতে পারবেন।)
এপ্লিকেশন টি নিয়মিত ব্যবহারের মাধ্যমে আপনি জানতে পারবেন। নগদ ইসলামিক একাউন্ট সম্পর্কে আপডেট জানতে নগদ ইসলামিক ফেইসবুক পেজ এবং নগদ ইসলামিক ওয়েবসাইট এ চোখ রাখুন।
আপনি খুব সহজে নগদ রেগুলার একাউন্ট থেকে তাৎক্ষণিক নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তিত হতে পারবেন। নগদ অ্যাপ এর মাধ্যমে পরিবর্তন করার পর আপনার একাউন্টটি তাৎক্ষণিক ভাবে ইসলামিক একাউন্টে পরিবর্তিত হবে।