৬০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপহার Foodi-তে
অনলাইনে খাবার অর্ডারতো অনেকেরই করতে হয়। তাইতো অনলাইন ফুড অর্ডারে নগদ ইসলামিক নিয়ে এসেছে ক্যাশব্যাক উপহার। এখন Foodi থেকে কমপক্ষে ৩৫০ টাকা বা তাঁর বেশি নগদ ইসলামিক পেমেন্টে ফুড অর্ডার করলেই উপহার হিসেবে পাচ্ছেন ৬০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
অফারের বিস্তারিত
১। আপনি Foodi থেকে কমপক্ষে ৩৫০ টাকা বা তার বেশি নগদ ইসলামিক-এর মাধ্যমে পেমেন্ট করে ১২% বা ৬০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন
২। আপনি Foodi অ্যাপ (App) বা ওয়েবসাইট (Website) থেকে ফুড অর্ডার করে নগদ ইসলামিক ই-কম এবং/অথবা টোকেনাইজেশন পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করে এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন
৩। আপনি এই অফারের সকল শর্ত পরিপালন করে একাধিবারে সর্বোচ্চ লিমিট ৬০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন
৪। অফারটি ১৫ মে, ২০২৫ থেকে ৩০ মে, ২০২৫ পর্যন্ত চলবে
৫। আপনি যদি এই অফারের সমস্ত শর্ত পূরণ করেন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে করতে পারবেন
৬। এই অফারটি উপভোগ করতে হলে, আপনার নগদ ইসলামিক একাউন্ট অবশ্যই সচল ও ফুল প্রোফাইল থাকতে হবে
৭। ‘Foodi’- এই ক্যাম্পেইন সম্পর্কিত সকল তথ্য, সার্ভিস এবং ডেলিভারি এবং সংশ্লিষ্ট সেবা এর সকল দায়ভার বহন করবে। নগদ ইসলামিক শুধু ক্যাশব্যাক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ থাকবে
৮। এই অফারের সব শর্ত পূরণ করার পরেও যদি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স সীমা অতিক্রম করায় অথবা অন্য কোনো অজানা বা অনাকাঙ্ক্ষিত কারণে ক্যাশব্যাক না পেয়ে থাকেন, তবে নগদ ক্যাশব্যাকের অর্থ দেয়ার জন্য আপনার অভিযোগ প্রাপ্তির পর ৩০ দিনের মধ্যে অতিরিক্ত ১ বার চেষ্টা করবে। তারপরেও যদি আপনি কোনো কারণে ক্যাশব্যাক না পান, সেক্ষেত্রে আপনি আর এই অফারটি পাবেন না এবং নগদ এই ক্যাশব্যাকের জন্য আর দায়ী থাকবে না
৯। এই ক্যাশব্যাক অফার পাওয়ার জন্য কেউ অসদুপায় অবলম্বন করলে অথবা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে উক্ত ব্যাক্তিকে এই ক্যাম্পেইনের অযোগ্য বলে গণ্য করা হবে
১০। নগদ এই শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো অফারটি বাতিল করার অধিকার সংরক্ষণ করে
১১। এই অফার সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত নগদ কর্তৃক সংরক্ষিত এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে
শর্তাবলি
নগদ ঘোষণা করে যে,
ক) নগদ বা নগদ-এর কোনো প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবেন না
খ) নগদ বা নগদ-এর কোনো প্রতিনিধি আপনাকে কোনো প্রকার লেনদেন করতে বলবেন না
গ) 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই শুধু আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে, যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন
ঘ) উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোনো পক্ষ কর্তৃক আপনার কোনো ক্ষতি হলে, নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই অফার সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে এবং/অথবা দেশব্যাপী বিস্তৃত নগদ সেবা (https://nagad.com.bd/nagad-sheba) থেকে আপনার প্রয়োজনীয় সেবা পেতে পারেন
ঙ) এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে