ডাক বিভাগের ডিজিটাল লেনদেন

এম নুরুল আলম

চিফ কর্পোরেট গভরন্যান্স অফিসার , নগদ লিমিটেড

বহুজাতিক কোম্পানিতে প্রতিষ্ঠানে প্রায় ৪১ বছর কাজের অভিজ্ঞতা নিয়ে জনাব এম. নুরুল আলম ২০২২ সালের মার্চ মাসে নগদ লিমিটেড-এর চিফ করপোরেট ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার হিসেবে যোগ দেন।

নগদ-এ যোগদানের আগে তিনি প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩১ আগস্ট ২০২১ সাল পর্যন্ত ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তিনি প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর শরিয়া বোর্ডের একজন সদস্য হিসেবে কাজ করেছেন।

জনাব আলম বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড-এর মূল প্রতিষ্ঠান নেদারল্যান্ডসভিত্তিক ভিওন লিমিটেড-এর চিফ এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জিএসকে বাংলাদেশ, ওরাসকম টেলিকম বাংলাদেশ-এর কোম্পানি সেক্রেটারি ও ম্যানেজমেন্ট টিম মেম্বার হিসেবে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

করপোরেট গভরনেন্স, আভ্যন্তরীণ অডিট এবং কমপ্লায়েন্স-এর উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে অত্যন্ত সফলতার সাথে কাজ করে যাচ্ছেন জনাব আলম। ইনিস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশ-এর বোর্ড অব গভর্নর্স-এর ডিরেক্টর, যুক্তরাষ্ট্রের লেক ম্যারি ফ্লোরিডাভিত্তিক আইআইএ গ্লোবাল-এর এসেমব্লি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ইনিস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিস অব বাংলাদেশ-এর কাউন্সিল মেম্বার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন তিনি।