মাওলানা মুফতি মাহমুদুল হাসান মাদানী
সদস্য, শরিয়াহ সুপারভাইজরি কমিটি
মাওলানা মুফতি মাহমুদুল হাসান মাদানী আজমপুর জামে মসজিদের একজন বিশিষ্ট ইমাম। আল মাদরাসাতুল ইসলামিয়া শফিউল উম্মাহ-এর পরিচালক পদের পাশাপাশি আল-কুরআন ও মারকাজ নুরে মক্কা, সৌদি আরবের ইসলামি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত আছেন তিনি।
সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিষয়ে অনার্স ডিগ্রি অর্জন করা মাহমুদুল হাসান মাদানী মর্যাদাপূর্ণ ‘ইয়াজা’ পুরস্কারে ভূষিত হয়েছেন। মসজিদ-এ-নববী-এর ইসলামি অধ্যয়নের সর্বোচ্চ স্বীকৃতি এই পুরস্কারটি। এ ছাড়া তিনি ‘এক্সিলেন্ট ওয়ার্ল্ড’-এর শরিয়াহ বোর্ডের উপদেষ্টা হিসেবেও কাজ করছেন। জনাব মাদানী নিয়মিত এটিএন বাংলায় অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। তাছাড়া ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ের কোরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীও তিনি।