ডাক বিভাগের ডিজিটাল লেনদেন

শেখ আমিনুর রহমান

চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার, নগদ লিমিটেড

শেখ আমিনুর রহমান একজন অভিজ্ঞ করপোরেট চিন্তাবিদ। সেলস ও মার্কেটিংয়ে তাঁর রয়েছে অত্যন্ত বৈচিত্রপূর্ণ সাফল্যের ইতিহাস। একইসাথে তিনি বাংলাদেশের করপোরেট জগতের অত্যন্ত উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব।

বর্তমানে তিনি নগদ লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত। করপোরেট এক্সিকিউটিভ ক্লাব নামে করপোরেট পেশাদারদের সংযুক্ত করার একটি উন্মুক্ত সংগঠনের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ও সংস্থায় অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত। তিনি ‘আস – সুন্নাহ ফাউন্ডেশন’-এর আজীবন সদস্য এবং ‘তাসাউফ ফাউন্ডেশন’-এর সদস্য।

পুরো করপোরেট কর্মজীবন জুড়ে শেখ আমিনুর রহমান এমন সব ব্র্যান্ডের সাথে কাজ করেছেন, যারা পরিবর্তন ও আধুনিকতায় বিশ্বাসী। অত্যন্ত সহজাত নেতৃত্বগুণ এবং বৈচিত্রপূর্ণ অভিজ্ঞতার কারণে তিনি সবসময় ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে ভাবতে পছন্দ করেন। তিনি এমন সব পদ্ধতি খুঁজে বের করতে পারেন, যাতে সব দৃষ্টিকোণ থেকে সবাই উপকৃত হতে পারে।