১৫% ক্যাশব্যাক উপহার দারাজ 11.11-এ
বছরের সবচেয়ে বড় সেলে নগদ ইসলামিক-এর উপহার। দারাজ 11.11-এ কমপক্ষে ৫০১ টাকার কেনাকাটার পেমেন্ট নগদ ইসলামিক থেকে দিলে, উপহার হিসেবে জিতে নিতে পারেন ১৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
অফারের বিস্তারিত:
১। অফার-১: আপনি ‘দারাজ (Daraz)’ থেকে ৫০১ টাকা বা তার বেশি নগদ ইসলামিক পেমেন্টে যেকোন পণ্য কেনাকাটা করে ১৫% বা ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন
২। অফার-২: আপনি ‘দারাজ (Daraz)’ থেকে ১০০১ টাকা বা তার বেশি নগদ ইসলামিক পেমেন্টে যেকোন পণ্য কেনাকাটা করে ১০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন
৩। এক্ষেত্রে অফার-১ এবং অফার-২ এর সর্বোচ্চ লেনদেনকারী একজন গ্রাহক পাবেন ১টি iPhone 15
৪। আপনি দারাজ অ্যাপ (Daraz App) অথবা ওয়েবসাইট থেকে পণ্য কেনাকাটা করে নগদ ইসলামিক অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন
৫। আপনি ক্যাম্পেইনের সব শর্ত পূরণ করে, অফার-১ থেকে একবার (১) এবং অফার-২ থেকে একবার (১) এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন
৬। আপনি যদি এই ক্যাম্পেইনের সব শর্ত পূরণ করেন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে করতে পারবেন
৭। আপনি গিফটের জন্য মনোনীত হলে, আপনাকে ক্যাম্পেইন পরবর্তী দশ (১০) কর্মদিবসের মধ্যে এসএমএস (SMS) অথবা নগদ ইসলামিক কাস্টমার সার্ভিস প্রতিনিধির মাধ্যমে আউট বাউন্ড কল (সর্বোচ্চ ৩ বার) করে গিফটটি গ্রহণের জন্য জানানো হবে । এক্ষেত্রে কোনো কারণে কল রিসিভ, নির্দেশনা অনুসরণে অথবা গিফটটি গ্রহণের জন্য ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনি আর এই ক্যাম্পেইনের আওতাভুক্ত গিফটের বিজয়ী হিসেবে গণ্য হবেন না এবং এর জন্য নগদ ইসলামিক আর দায়ী থাকবে না এবং সম্পূর্ণ ক্যাম্পেইন মেয়াদে কেবল একবারই গিফট জেতার সুযোগ থাকবে
৮। যদি কোনো বিজয়ী এই ক্যাম্পেইনের শর্তাবলি পরিপালনে ব্যর্থ হন, তবে তাকে পুরস্কারের অযোগ্য বলে বিবেচিত করা হবে
৯। আপনি গিফট গ্রহণের পর ডেলিভারিম্যান অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে গিফটটি যাচাই করবেন এবং যদি গিফট আইটেম সম্পর্কিত কোনো সমস্যা থাকে তবে ডেলিভারিম্যান অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ফেরত দিবেন। তবে উল্লেখ্য যে, ডেলিভারিম্যান স্থান ত্যাগ করার পর গিফট সম্পর্কিত কোনো সমস্যা গ্রহণযোগ্য নয় এবং নগদ ইসলামিক কোনো দায়ভার নেবে না
১০। অফার-১ শুধুমাত্র ১১ নভেম্বর, ২০২৩-এ কার্যকর থাকবে। এক্ষেত্রে অফার-২ চলবে ১২ নভেম্বর, ২০২৩ থেকে ২২ নভেম্বর, ২০২৩ পর্যন্ত
১১। অফার পেতে হলে নগদ একাউন্টটি অবশ্যই সচল এবং ফুল প্রোফাইলে থাকতে হবে
১২। “দারাজ (Daraz)”-এই ক্যাম্পেইনের অধীনে প্রদত্ত পণ্য, পরিষেবা এবং তথ্যের জন্য সম্পূর্ণরূপে দায়বদ্ধ। নগদ ইসলামিক শুধু পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসাবে দায়বদ্ধ থাকবে
১৩। এই অফারের আওতাধীন সব শর্ত পূরণ করার পরেও যদি আপনার নগদ ইসলামিক একাউন্টের ব্যালেন্স সীমা অতিক্রম করে অথবা অন্য কোনো অজানা বা অনাকাঙ্ক্ষিত কারণে ক্যাশব্যাক না পেয়ে থাকেন, তবে নগদ ইসলামিক ক্যাশব্যাকের অর্থ দেয়ার জন্য অতিরিক্ত একবার (০১) চেষ্টা করবে অফারের সময়সীমা শেষ হওয়ার পরবর্তী এক (১) মাসের মধ্যে। তারপরেও যদি আপনি কোনো কারণে ক্যাশব্যাক না পান, সেক্ষেত্রে আপনি আর এই অফারের আওতাভুক্ত থাকবেন না এবং নগদ ইসলামিক এই ক্যাশব্যাকের জন্য আর দায়ী থাকবে না
১৪। ক্যাম্পেইনের আওতাভুক্ত গিফট পাওয়ার জন্য কেউ অসদুপায় অবলম্বন করলে অথবা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে ঐ ব্যক্তিকে এই ক্যাম্পেইনের অযোগ্য বলে গণ্য করা হবে
১৫। নগদ ইসলামিক এই শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো ক্যাম্পেইনটি বাতিল করার অধিকার সংরক্ষণ করে
১৬। এই ক্যাম্পেইন সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত নগদ ইসলামিক কর্তৃক সংরক্ষিত এবং নগদ ইসলামিক-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে
১৭। নগদ ইসলামিক ঘোষণা করে যে,
ক) নগদ ইসলামিক বা নগদ ইসলামিক-এর কোনো প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবেন না
খ) নগদ ইসলামিক বা নগদ ইসলামিক-এর কোনো প্রতিনিধি আপনাকে কোনো প্রকার লেনদেন করতে বলবেন না
গ) 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই শুধু আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ ইসলামিক-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন
ঘ) এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে বাধ্য বা প্ররোচিত করা হবে না। অতএব, নগদ ইসলামিক এই ক্যাম্পেইনে একজন ব্যক্তি সম্পূর্ণ সম্মতি সহকারে অংশগ্রহণ কেবল সেই ব্যক্তির একমাত্র বিবেচনার বিষয়
ঙ) উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোনো পক্ষ কর্তৃক আপনার কোনো ক্ষতি হলে, নগদ ইসলামিক কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই অফার সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে
চ) নগদ ইসলামিক সব সময় হালাল প্রোডাক্ট ক্রয়ে উৎসাহিত করে
ছ) এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোনো বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে