১৭৫% পর্যন্ত ক্যাশব্যাক উপহার ইন্টারনেট বিল পেমেন্টে
দারুণ ক্যাশব্যাক উপহারের সাথে নগদ ইসলামিক থেকে ইন্টারনেট বিল পরিশোধ করুন আরও সহজ। ইন্টারনেট বিল শুধু নগদ-এ পেমেন্ট করলে, উপভোগ করতে পারবেন উপহার হিসেবে ১৭৫% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
ক্যাম্পেইনের বিস্তারিত:
১। আপনার নগদ ইসলামিক একাউন্ট ব্যবহার করে নির্ধারিত ISP মার্চেন্টে প্রথম মাসের বিল কমপক্ষে ৫০০ বা তার বেশি টাকা পরিশোধের মাধ্যমে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে ক্যাম্পেইন চলাকালে প্রথম মাসে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে শুধু নগদ ইসলামিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত নির্দিষ্ট সংখ্যক নগদ ইসলামিক গ্রাহকগণ প্রথম মাসের পরিশোধিত বিলের পরিমাণের উপর দ্বিতীয় মাসে ২৫%, একইভাবে তৃতীয় মাসে ৫০% এবং চতুর্থ মাসে ১০০% করে ক্যাশব্যাক পাবেন। সেই সাথে এই ক্যাম্পেইন চলাকালীন প্রতিমাসে অংশগ্রহণকারীদের মধ্য থেকে দুই (০২) জন নগদ গ্রাহক একটি ঢাকা-কক্সবাজার (রিটার্ন) বিমানের টিকেট পাওয়ার সুযোগ পেতে পারেন
২। ক্যাম্পেইন চলাকালীন যেকোন মাসে প্রথম পেমেন্টটিকে প্রথম মাস হিসাবে বিবেচিত হবে এবং ২য়, ৩য় ও ৪র্থ মাস ধারাবাহিকভাবে অনুসরণ করা হবে
৩। এই ১৭৫% পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার জন্য মনোনীত নগদ ইসলামিক গ্রাহকদের ক্যাম্পেইন চলাকালে পরপর চার মাসের বিল পরিশোধ করতে হবে এবং যদি পরপর চার মাসের মধ্যে যেকোন এক (০১) মাস বিল পরিশোধ করতে ব্যর্থ হন তবে এই ক্যাম্পেইন থেকে অযোগ্য বলে বিবেচিত হবেন
৪। আপনি এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য নির্ধারিত ISP মার্চেন্টে যদি ইন্টারনেট বিল ‘বিল পেমেন্ট’ অপশন ব্যবহার করে নগদ ইসলামিক বিলার (Biller) থেকে অথবা নগদ ইসলামিক অ্যাপ (App) এর মাধ্যমে মার্চেন্ট QR কোড স্ক্যান অথবা *167#-এর মাধ্যমে মার্চেন্ট নাম্বার টাইপ করে পেমেন্ট করেন
৫। আপনি এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য নির্ধারিত মার্চেন্টের ওয়েবসাইট ব্যবহার করে নগদ ইসলামিক-এর মাধ্যমে ই-কম দিয়ে পেমেন্ট করতে পারেন
৬। উদাহরণ স্বরুপ –
উদাহরণ ১ –
আপনি যদি সেপ্টেম্বরে ৮ তারিখ, ২০২৩–এ ৳৫০০ বা তার বেশি ISP বিল পেমেন্ট করে থাকেন, তাহলে ১ম মাসের পরিশোধিত বিলের পরিমাণের উপর পরবর্তী ৩ মাসে ক্যাশব্যাক পাবেন। নিচে টাকার পরিমাণ উল্লেখ করা হল –
- সেপ্টেম্বর: ক্যাশব্যাক পাওয়ার জন্য বিবেচিত হওয়া ( পরিশোধিত বিলের পরিমান: ৬০০ টাকা)
- অক্টোবর: ২৫% ক্যাশব্যাক (৬০০ টাকা বিল পরিশোধ করে, ক্যাশব্যাক পেতে পারেন ১৫০ টাকা)
- নভেম্বর: ৫০% ক্যাশব্যাক (৬০০ টাকা বিল পরিশোধ করে, ক্যাশব্যাক পেতে পারেন ৩০০ টাকা)
- ডিসেম্বর: ১০০% ক্যাশব্যাক (৬০০ টাকা বিল পরিশোধ করে, ক্যাশব্যাক পেতে পারেন ৬০০ টাকা)
উদাহরণ ২ –
আপনি যদি ডিসেম্বর ২৬ তারিখ, ২০২৩–এ এ ৳৫০০ বা তার বেশি ISP বিল পেমেন্ট করে থাকেন, তাহলে ১ম মাসের পরিশোধিত বিলের পরিমাণের উপর পরবর্তী ৩ মাসে নির্দিষ্ট শতাংশ হারে ক্যাশব্যাক পাবেন। নিচে টাকার পরিমাণ উল্লেখ করা হল:
- ডিসেম্বর: ক্যাশব্যাক পাওয়ার জন্য বিবেচিত হওয়া (পরিশোধিত বিলের পরিমাণ: ১,০০০ টাকা)
- জানুয়ারি ২০২৪: ২৫% ক্যাশব্যাক (১,০০০ টাকা বিল পরিশোধ করে, ক্যাশব্যাক পেতে পারেন ২৫০ টাকা)
- ফেব্রুয়ারি ২০২৪: ৫০% ক্যাশব্যাক (১,০০০ টাকা বিল পরিশোধ করে, ক্যাশব্যাক পেতে পারেন ৫০০ টাকা)
- মার্চ ২০২৪: ১০০% ক্যাশব্যাক (১,০০০ টাকা বিল পরিশোধ করে, ক্যাশব্যাক পেতে পারেন ১,০০০)
৭। এই ক্যাম্পেইনটিতে উদ্যোক্তা বিলার অথবা অন্য কোনো মাধ্যমে বিল পরিশোধ করে এই ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করতে পারবেন না
৯। মনোনীত নগদ ইসলামিক গ্রাহক পুরো ক্যাম্পেইন চলাকালে নির্দিষ্ট মার্চেন্ট-এর জন্য বিল পরিশোধ করে প্রতিমাসে উল্লিখিত শতাংশ হারে ক্যাশব্যাক শুধু একবার (০১) উপভোগ করতে পারবেন
৯। একজন গ্রাহক এই ক্যাম্পেইনের শর্তাবলি পূরণ করে পুরো ক্যাম্পেইন চলাকালে মাত্র একবারের (০১) জন্য একটি বিমানের টিকেট জিতে নিতে পারবেন
১০। আপনি এই বিমানের টিকেট-এর জন্য মনোনীত হলে নগদ ইসলামিক-এর কাস্টমার সার্ভিস থেকে এসএমএস ও/অথবা আউটবাউন্ড কলের (সর্বোচ্চ ৩ বার) মাধ্যমে আপনাকে অবহিত করা হবে এবং বিজয়ীদের যথাযথ তথ্য কল পাওয়ার পরবর্তী ৩ দিনের মধ্যে নগদ ইসলামিক কর্তৃপক্ষকে জানাতে হবে। নগদ ইসলামিক-এর নীতিমালা অনুযায়ী বিজয়ীর নাম (ছবিসহ) নগদ ইসলামিক লিমিটেডের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশ করা হবে। সেক্ষেত্রে আপনি যদি কল রিসিভ করতে ব্যর্থ হন বা এসএমএস/কলের নির্দেশনা অনুসরণ না করেন বা কোনো কারণে টিকেট রিসিভ করতে ব্যর্থ হন তাহলে আপনি আর এই অফারের আওতায় টিকেট বিজয়ী হিসেবে বিবেচিত হবেন না এবং এ বিষয়ে নগদ ইসলামিক কোনো দায়িত্ব বহন করবে না
১১। যদি কোনো নির্বাচিত গ্রাহক এই ক্যাম্পেইনের শর্তাবলি পরিপালনে ব্যর্থ হন তবে তাকে ক্যাশব্যাক এবং/অথবা বিমানের টিকেট গ্রহণে অযোগ্য বলে বিবেচিত হবেন
১২। এই ক্যাম্পেইনটি ৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত কার্যকর থাকবে এবং ৩১ ডিসেম্বর, ২০২৩-এর পর কোনো নগদ ইসলামিক গ্রাহক এই ক্যাম্পেইনটিতে অংশগ্রহণে উপযোগী বলে বিবেচিত হবেন না
১৩। সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই টিকেট সম্পর্কিত সকল সেবা, রিডেম্পশন, ফ্লাইট শিডিউল এবং এই টিকেটের সাথে সম্পর্কিত যেকোন গ্রাহক সেবার একমাত্র দায়-দায়িত্ব নিজস্ব পলিসি অনুযায়ী বহন করবে
১৪। নির্ধারিত ISP মার্চেন্ট ইন্টারনেট সেবা এবং অন্যান্য সংশ্লিষ্ট কাস্টমার সার্ভিস-এর জন্য দায়বদ্ধ। এক্ষেত্রে নগদ ইসলামিক শুধু ক্যাশব্যাক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়িত্ব গ্রহণ করবে
১৫। মনোনীত নগদ ইসলামিক গ্রাহকগণ এই ক্যাম্পেইনের সকল শর্ত পূরণ সাপেক্ষে তাদের নগদ ইসলামিক একাউন্টে ম্যানুয়ালি ক্যাশব্যাক পাবেন অর্থাৎ নির্বাচিত গ্রাহক সংশ্লিষ্ট মাসের (২য়, ৩য়, ৪র্থ) ISP মার্চেন্ট-এর বিল পেমেন্ট করার পরবর্তী ৩ কর্মদিবসের মধ্যে উপরে উল্লিখিত শতাংশ হারে ক্যাশব্যাকটি নগদ ইসলামিক একাউন্টে রিসিভ করবেন
১৬। এই অফারটি উপভোগ করতে আপনার নগদ ইসলামিক একাউন্টটি সচল এবং ফুল প্রফাইল-এ থাকতে হবে
১৭। ক্যাম্পেইন-এর আওতাধীন সমস্ত শর্ত পূরণ করার পরেও যদি আপনার নগদ ইসলামিক একাউন্টের ব্যালেন্স সীমা অতিক্রম করে অথবা অন্য কোনো অজানা বা অনাকাঙ্ক্ষিত কারণে ক্যাশব্যাক না পেয়ে থাকেন তবে নগদ ইসলামিক ক্যাশব্যাকের অর্থ দেয়ার জন্য অতিরিক্ত একবার চেষ্টা করবে ক্যাম্পেইনের সময়সীমা শেষ হওয়ার পর। তারপরেও যদি আপনি কোনো কারণে ক্যাশব্যাক না পান, সেক্ষেত্রে আপনি আর এই অফারের আওতাভুক্ত থাকবেন না এবং নগদ ইসলামিক এই ক্যাশব্যাকের জন্য আর দায়ী থাকবে না
১৮। ক্যাম্পেইনের আওতাভুক্ত ক্যাশব্যাক পাওয়ার জন্য কেউ অসদুপায় অবলম্বন করলে অথবা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে ওই ব্যক্তিকে এই ক্যাম্পেইন হতে অযোগ্য বলে গণ্য করা হবে
১৯। নগদ ইসলামিক এই শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো ক্যাম্পেইনটি বাতিল করার অধিকার রাখে
২০। এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নগদ ইসলামিক কর্তৃক সংরক্ষিত এবং নগদ ইসলামিক-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে
২১। নগদ ইসলামিক ঘোষণা করে যে,
ক) নগদ ইসলামিক বা নগদ ইসলামিক কোনো প্রতিনিধি, কোনো সময়েই গ্রাহকের কাছে তার একাউন্টের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কিংবা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার (পিন) চাইবে না
খ) নগদ গ্রাহককে কোনো প্রকার লেনদেন করতে বলবে না। নগদ গ্রাহককে শুধু 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই যোগাযোগ করবে। এই ক্যাম্পেইনের আওতায় নগদ ইসলামিক-এর মাধ্যমে টাকা প্রদানের ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি বা দ্বিধা নিশ্চিত হবার জন্য গ্রাহক 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারেন
গ) উপরের ঘোষণাসমূহের পরও তৃতীয় কোনো পক্ষের কোনো কাজের জন্য গ্রাহকের কোনো ক্ষতি সাধিত হলে নগদ ইসলামিক কর্তৃপক্ষ দায়ী থাকবে না
ঘ) এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে বাধ্য বা প্ররোচিত করবে না। অতএব, নগদ ইসলামিক এই ক্যাম্পেইনে একজন ব্যক্তি সম্পূর্ণ সম্মতি সহকারে অংশগ্রহণ কেবল ওই ব্যক্তির একমাত্র বিবেচনার বিষয়
ঙ) এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে গ্রাহক নগদ ইসলামিক-এর হটলাইন নাম্বারে (16167 অথবা 096 096 16167) অবহিত করবেন
চ) উপরের শর্তাবলী বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় উল্লিখিত হবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোনো বিষয় দ্বিমত হলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে