ডাক বিভাগের ডিজিটাল লেনদেন

৳৫০ বোনাস উপহার অ্যাড মানি’তে

প্রতিদিনের লেনদেনকে আরও সহজ করতে অ্যাড মানি ফিচার এনে দিয়েছে বাড়তি সুবিধা। এবার সেই সুবিধাকে আরো উপভোগ্য করতে, নগদ ইসলামিক নিয়ে এসেছে দারুণ একটি অফার। এখন ব্যাংক থেকে নগদ ইসলামিকে ৫,৫৫০ টাকা অ্যাড মানি করলে, পাচ্ছেন ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস উপহার!

 অফারের বিস্তারিত:

  1. নগদ ইসলামিক অ্যাপের “ব্যাংক টু নগদ ইসলামিক” অ্যাড মানি (Add Money) সার্ভিসের মাধ্যমে অথবা নির্দিষ্ট ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ থেকে নিজের বা অন্য কারো ‘নগদ ইসলামিক’ একাউন্টে ,৫৫০ (পাঁচ হাজার পাঁচশ পঞ্চাশ) টাকা অ্যাড মানি করলেই পাবেন ইনস্ট্যান্ট ৫০ টাকা বোনাস
  2. ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক তাঁর নগদ ইসলামিক একাউন্টে (রিসিভার) একবার (১) এই অফারের জন্য বিবেচিত হবেন।
  3. এই ক্যাম্পেইনটি ১০ ডিসেম্বর, ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত চলবে।
  4. এই ক্যাম্পেইন অফারটি বিদ্যমান অথবা নতুন নিবন্ধিত ‘নগদ ইসলামিক’ গ্রাহকদের জন্য প্রযোজ্য এবং ‘নগদ ইসলামিক’ একাউন্টটি অবশ্যই সচল ও ফুল প্রোফাইল থাকতে হবে।
  5. গ্রাহকের ‘নগদ ইসলামিক’ একাউন্ট সচল থাকা সত্ত্বেও, কোন অনির্দিষ্ট কারণে নগদ ইসলামিক গ্রাহক ইনস্ট্যান্ট বোনাস না পেলে, ‘নগদ ইসলামিক’ কর্তৃপক্ষ ক্যাম্পেইন শেষ হওয়ার পরবর্তী ১৫ (পনের) কর্মদিবসের মধ্যে প্রাপ্য বোনাস ‘নগদ ইসলামিক’ গ্রাহক তাঁর একাউন্টে পাবেন। উল্লেখ্য যে, নগদ ইসলামিক একাউন্ট স্ট্যাটাসের কারণে পুনরায় চেষ্টার পরেও যদি বোনাস পাঠানোর প্রক্রিয়াটি ব্যর্থ হয়, তবে সেই গ্রাহক এই ক্যাম্পেইনের জন্য বিবেচিত হবেন না।
  6. এই ক্যাম্পেইনটির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার ‘নগদ ইসলামিক’ কর্তৃক সংরক্ষিত।
  7. এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার ‘নগদ ইসলামিক’ কর্তৃক সংরক্ষিত এবং এ সংক্রান্ত নগদ ইসলামিক-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  8. ইনস্ট্যান্ট ৫০ টাকা বোনাস অফারটি নগদ ইসলামিক অ্যাপে উল্লিখিত নিচের ব্যাংকগুলোর জন্য প্রযোজ্য –
    • AB Bank Ltd
    • Agrani Bank Limited
    • Bangladesh Commerce Bank Limited
    • Bangladesh Development Bank Limited (BDBL).
    • Bank Asia
    • Basic Bank Limited
    • Bengal Commercial Bank PLC (BGCB)
    • Citizens Bank PLC
    • Community Bank Bangladesh Ltd.
    • Dhaka Bank Ltd
    • Eastern Bank
    • IFIC Bank Ltd.
    • Islami Bank Bangladesh Limited (IBBL)
    • JAMUNA BANK
    • Janata Bank Limited
    • Meghna Bank Limited (MGBL)
    • Mercantile Bank Limited
    • Midland Bank Ltd.
    • Modhumoti Bank
    • Mutual Trust Bank
    • NCC Bank
    • NRB Bank Limited
    • NRBC Bank
    • PRIME BANK LIMITED
    • Pubali Bank Limited
    • RAKUB
    • Shahjalal Islami Bank Limited
    • Shimanto Bank Limited
    • SONALI BANK
    • South Bangla Agriculture & Commerce Bank Limited
    • Southeast Bank Limited
    • Standard Bank Limited
    • The City Bank Limited
    • Trust Bank Limited
    • United Commercial Bank Limited (UCB)

নগদ ইসলামিক ঘোষণা করে যে,

ক) নগদ বা নগদ ইসলামিকের কোনো প্রতিনিধি, কখনোই গ্রাহকের কাছে তার একাউন্টের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কিংবা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার (পিন) চাইবে না

খ) ইহা গ্রাহককে কোনো প্রকার লেনদেন করতে বলবে না

গ) ইহা গ্রাহককে শুধু  096 096 16167 নাম্বার থেকেই যোগাযোগ করবে। এই অফারের আওতায় নগদ ইসলামিক-এর মাধ্যমে টাকা প্রদানের ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি বা দ্বিধা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারেন অথবা দেশব্যপী বিস্তৃত নগদ ইসলামিক সেবা (https://nagad.com.bd/nagad-sheba) থেকে আপনার প্রয়োজনীয় সেবা পেতে পারেন

ঘ) উপরের ঘোষণাসমূহের পরও তৃতীয় কোনো পক্ষের কোনো কার্যের জন্য গ্রাহকের কোনো ক্ষতি সাধিত হলে, ‘নগদ ইসলামিক’ কর্তৃপক্ষ দায়ী থাকবে না

ঙ) কোনো গ্রাহক যদি নগদ ইসলামিক একাউন্ট ব্যবহার করে প্রচলিত আইন বা নীতিমালা পরিপন্থী কার্যক্রম যেমন জুয়া, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি লেনদেন বা প্রতারণামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে বা সম্পৃক্ত আছে বলে সন্দেহ হয়, তাহলে বাংলাদেশের সংশ্লিষ্ট রেগুলেটরি সংস্থা যথা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC), বাংলাদেশ ব্যাংক অথবা কোর্টের নির্দেশনা অনুযায়ী সেই গ্রাহকের একাউন্ট সাময়িকভাবে স্থগিত বা স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে

চ) এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে, গ্রাহক নগদ-এর হটলাইন নাম্বারে (16167 অথবা 096 096 16167) অবহিত করবেন

ছ) এই শর্তাবলী বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় উল্লিখিত হবে এবং বাংলা ও ইংরেজির মধ্যে কোনো বিষয় সংঘর্ষ হলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে