ডাক বিভাগের ডিজিটাল লেনদেন

৳৫০ বা তার বেশি মোবাইল রিচার্জে উপহারের সমাহার

উপহারের সমাহার নিয়ে চলছে নগদ ইসলামিক-এ রিচার্জ উৎসব। নগদ ইসলামিক থেকে ৫০ টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করে পেয়ে যেতে পারেন গ্যাজেটস, গিফট কুপন সহ আরও অনেক উপহার। যত বেশি রিচার্জ তত বেশি উপহার জেতার সুযোগ।

 

অফারের বিস্তারিত:

১। আপনি নির্দিষ্ট মোবাইল অপারেটরে (গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক) ৫০ টাকা বা তার বেশি নগদ ইসলামিক-এর মাধ্যমে রিচার্জ করে, প্রতি সপ্তাহে পেতে পারেন আকর্ষণীয় উপহার জেতার সুযোগ

২। এই ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করতে নির্দিষ্ট মোবাইল অপারেটরে কমপক্ষে ৫০ টাকা নগদ অ্যাপ (App) বা (USSD) *167# ডায়ালের মাধ্যমে অথবা MYGP, MYROBI, MYAIRTEL, MYBL, MYTELETALK-এ নগদ ই-কম-এর মাধ্যমে রিচার্জ করতে হবে

৩। এই ক্যাম্পেইনটি নির্ধারিত মোবাইল অপারেটরের অধীনে প্রিপেইড, পোস্টপেইড এবং স্কিটো (লিমিটেড নাম্বার ব্যাতীত) নাম্বারের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে বিভিন্ন প্যাকেজ/ডেনোতে ক্যাশব্যাক অফার, প্রতিটি মোবাইল অপারেটরের নিজস্ব ক্যাম্পেইন নীতিমালা অনুযায়ী চলমান থাকবে

৪। এই ক্যাম্পেইনের সকল শর্ত পূরণ সাপেক্ষে এবং নগদ ইসলামিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি সপ্তাহে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ী মনোনীত করা হবে। এক্ষেত্রে –

ক) আকর্ষণীয় উপহারের জন্য মনোনীত হলে, আপনাকে এক (১) কর্মদিবসের মধ্যে এসএমএস (SMS) অথবা নগদ কাস্টমার সার্ভিস প্রতিনিধির মাধ্যমে আউট-বাউন্ড কল (সর্বোচ্চ ৩ বার) করে জানানো হবে এবং উপহারটি গ্রহণের জন্য নির্ধারিত দিনে, নির্দিষ্ট সময়ে এবং স্থানে উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে কোনো কারণে কল রিসিভ অথবা নির্ধারিত দিনে, নির্দিষ্ট সময় ও স্থানে উপস্থিত হতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনি আর এই ক্যাম্পেইনের আওতাভুক্ত আকর্ষণীয় উপহারের  বিজয়ী হিসেবে গণ্য হবেন না এবং এর জন্য নগদ ইসলামিক দায়ী থাকবে না। সম্পূর্ণ ক্যাম্পেইন মেয়াদে কেবল একবারই মেগা উপহার জেতার সুযোগ থাকবে

খ) এই ক্যাম্পেইনের সকল শর্ত পূরণ করে সম্পূর্ণ ক্যাম্পেইন চলাকালীন বিজয়ীরা আকর্ষণীয় নানা উপহার জেতার সুযোগ পাবেন

৫। যদি কোনো বিজয়ী এই ক্যাম্পেইনের শর্তাবলি পরিপালনে ব্যর্থ হন, তবে তাকে পুরস্কারটির অযোগ্য বলে বিবেচনা করা হবে

৬। নির্ধারিত মোবাইল অপারেটর এই অফারের অধীনে সকল তথ্য, রিচার্জ, প্যাকেজ ও সংশ্লিষ্ট কাস্টমার সেবা প্রদানের জন্য দায়বদ্ধ থাকবে। এই ক্যাম্পেইনের আওতাভুক্ত বিজয়ী নির্বাচন, উপহার সমূহ ডেলিভারি এবং পেমেন্ট পরিষেবার দায়ভার নগদ ইসলামিক-এর উপর থাকবে

৭। উপহার আইটেম ডেলিভারির পরে কোনো সমস্যা দেখা দিলে, বিজয়ী সরাসরি পণ্যের প্রস্তুতকারক বা সরবরাহকারীর সাথে যোগাযোগ করবেন। উপহার সামগ্রীর গুণগত মান বা সেবার বিষয়ে নগদ ইসলামিক কোনো প্রকার দায়িত্ব নেবে না

৮। ক্যাম্পেইনের আওতাভুক্ত উপহারসমূহ পাওয়ার জন্য কেউ অসদুপায় অবলম্বন করলে অথবা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এই ক্যাম্পেইনের জন্য অযোগ্য বলে গণ্য করা হবে

৯। এই অফারটি ২৫ আগস্ট, ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত চলবে

১০। এই অফারটি উপভোগ করতে হলে নগদ ইসলামিক-এর একাউন্টটি অবশ্যই সচল (ফুল-প্রোফাইল) থাকতে হবে

১১। নগদ এই শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার অথবা কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো অফারটি বাতিল করার অধিকার রাখে। এছাড়াও অপর্যাপ্ততার কারণে উপহার সমূহের ব্র্যান্ড, মডেল এবং রং ভিন্ন ভিন্ন হতে পারে

১২। এই অফার সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত নগদ ইসলামিক নিতে পারবে এবং নগদ ইসলামিক-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে

১৩। নগদ ইসলামিক ঘোষণা করে যে,

ক) নগদ ইসলামিক বা নগদ ইসলামিক-এর কোনো প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবে না

খ) নগদ ইসলামিক বা নগদ ইসলামিক-এর কোনো প্রতিনিধি আপনাকে কোনো প্রকার লেনদেন করতে বলবে না

গ) শুধু 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ ইসলামিক-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন

ঘ) এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে বাধ্য বা প্ররোচিত করবে না। অতএব, নগদ-এর এই ক্যাম্পেইনে একজন ব্যক্তির সম্পূর্ণ সম্মতিসহ অংশগ্রহণ কেবল ঐ ব্যক্তির একমাত্র বিবেচনার বিষয়