ডাক বিভাগের ডিজিটাল লেনদেন

রবি রিচার্জে উপহার হিসেবে আনলিমিটেড ক্যাশব্যাক

আনলিমিটেড ক্যাশব্যাক পেতে কার না ভালো লাগে? তাইতো শুধু নগদ ইসলামিক থেকে রবি নাম্বারে নির্দিষ্ট রিচার্জ করলে উপহার হিসেবে পাবেন আনলিমিটেড ক্যাশব্যাক।

 

অফারের বিস্তারিত:  

নিজের বা প্রিয়জনের যেকোন রবি প্রি-পেইড অথবা পোস্ট-পেইড নাম্বারে নগদ-এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন নিচের টেবিল অনুযায়ী:

অপারেটর রিচার্জ পরিমাণ প্যাক টাইপ প্যাকের বিবরণ ক্যাশব্যাক (টাকা) মেয়াদ সময়সীমা প্রিপেইড/

পোস্টপেইড

রবি ১৩৯ ভয়েস ২০০ মিনিট ৫ টাকা ১০ দিন ১৬ সেপ্টেম্বর, ২০২৩

২২ সেপ্টেম্বর, ২০২৩

উভয়
১৫৯ ভয়েস ২০০ মিনিট ৬ টাকা ১৫ দিন
২০৮ ইন্টারনেট ২৬ জিবি ৮ টাকা ৭ দিন
২২৯ ভয়েস ৩৫০ মিনিট ১২ টাকা ৩০ দিন
২৯৮ ইন্টারনেট ৫ জিবি ১০ টাকা ৩০ দিন
৩১৯ ভয়েস ৫০০ মিনিট ২০ টাকা ৩০ দিন
৩৫৯ ভয়েস ৫৩০ মিনিট + ১জিবি ৩০ টাকা ৩০ দিন
৩৯৯ বান্ডেল ৮ জিবি + ২৫০ মিনিট ১৫ টাকা ৩০ দিন
৫৯৮ ইন্টারনেট ৪০ জিবি ৪০ টাকা ৩০ দিন
৬০৯ ভয়েস ১০০০ মিনিট + ১ জিবি ৬০ টাকা ৩০ দিন
৬৪৯ বান্ডেল ২০ জিবি + ৫০০ মিনিট ৪০ টাকা ৩০ দিন
৬৯৮ ইন্টারনেট ৬০ জিবি ৬০ টাকা ৩০ দিন
৭৯৯ বান্ডেল ৩৫ জিবি + ৮০০ মিনিট ৬৫ টাকা ৩০ দিন

 

আপনি এই ক্যাশব্যাকটি একাধিকবার উপভোগ করতে পারবেন যদি অফার চলাকালে নগদ ইসলামিক অ্যাপ (App) অথবা *167# (ইউএসএসডি) ডায়ালের মাধ্যমে উপরের টেবিল অনুযায়ী রবি প্রি-পেইড অথবা পোস্ট-পেইড নাম্বারে রিচার্জ করেন

আপনার যেই নাম্বার দিয়ে নগদ ইসলামিক একাউন্ট খুলেছেন/খুলবেন এবং উপরের টেবিল অনুযায়ী রিচার্জ করবেন, সেই নগদ ইসলামিক একাউন্টে ক্যাশব্যাকটি পাবেন

আপনি এই অফারের সকল শর্তাবলি পূরণ সাপেক্ষে ক্যাশব্যাকটি একাধিকবার উপভোগ করতে পারবেন

আপনি এই অফারের শর্তাবলি অনুযায়ী উপযুক্ত হলে রিচার্জ করার পর ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন

এই অফারটি ১৬ সেপ্টেম্বর, ২০২৩ থেকে ২২ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কার্যকর থাকবে

এই অফারটিতে অংশগ্রহণ করতে হলে আপনার নগদ ইসলামিক একাউন্টটি অবশ্যই সচল (ফুল প্রোফাইল) থাকতে হবে

এই অফারটির আওতাভুক্ত প্যাকেজসমূহ সংক্রান্ত সকল তথ্যের দায়ভার রবিএর উপর। নগদ ইসলামিক শুধু ক্যাশব্যাক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ

 এই অফারের আওতাধীন সমস্ত শর্ত পূরণ করার পরেও যদি আপনার নগদ ইসলামিক একাউন্টের ব্যালেন্স সীমা অতিক্রম করে অথবা অন্য কোনো অজানা বা অনাকাঙ্ক্ষিত কারণে ক্যাশব্যাক না পেয়ে থাকেন তবে, নগদ ইসলামিক ক্যাশব্যাকের অর্থ দেয়ার জন্য অতিরিক্ত একবার (০১) চেষ্টা করবে অফারের সময়সীমা শেষ হওয়ার পরবর্তী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে। তারপরেও যদি আপনি কোনো কারণে ক্যাশব্যাক না পান, সেক্ষেত্রে আপনি আর এই অফারের আওতাভুক্ত থাকবেন না এবং নগদ ইসলামিক এই ক্যাশব্যাকের জন্য আর দায়ী থাকবে না

১০। ক্যাম্পেইনের আওতাভুক্ত ক্যাশব্যাক পাওয়ার জন্য কেউ অসদুপায় অবলম্বন করলে অথবা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে ওই ব্যক্তিকে এই ক্যাম্পেইন হতে অযোগ্য বলে গণ্য করা হবে

১১ নগদ ইসলামিক এই শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার কিংবা কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো অফারটি বাতিল করার অধিকার রাখে

১২ এই সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নগদ ইসলামিক কর্তৃক সংরক্ষিত এবং নগদ ইসলামিক-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে

১৩ নগদ ইসলামিক ঘোষণা করে যে,

ক) নগদ ইসলামিক বা নগদ ইসলামিক-এর কোনো প্রতিনিধি, কোনো সময়েই একাউন্টের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কিংবা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার (পিন) চাইবে না

খ) নগদ আপনাকে কোনো প্রকার লেনদেন করতে বলবে না

গ) নগদ গ্রাহককে শুধু 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই যোগাযোগ করবে। এই অফারের আওতায় নগদ-এর মাধ্যমে টাকা প্রদানের ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি বা দ্বিধা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারেন

ঘ) উপরের ঘোষণাসমূহের পরও তৃতীয় কোনো পক্ষের কোনো কাজের জন্য কোনো ক্ষতি সাধিত হলে নগদ ইসলামিক কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই অফার সংক্রান্ত যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে আপনি নগদ ইসলামিক-এর হটলাইন নাম্বারে (16167 অথবা 096 096 16167) অবহিত করবেন

ঙ) এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে বাধ্য বা প্ররোচিত করবে না। অতএব, নগদ ইসলামিক এই ক্যাম্পেইনে একজন ব্যক্তি সম্পূর্ণ সম্মতি সহকারে অংশগ্রহণ কেবল ওই ব্যক্তির একমাত্র বিবেচনার বিষয়

চ) এই শর্তাবলি বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় উল্লিখিত হবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোনো বিষয়ে দ্বিমত হলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে