ডাক বিভাগের ডিজিটাল লেনদেন

৳১৫,০০০ পর্যন্ত ডিসকাউন্ট উপহার, ওমরাহ হজ্জের পেমেন্টে

প্রতিটি মুসলিম, জীবনে একবার হলেও হজ্জে যাওয়ার নিয়ত রাখেন। এবার আপনার ইচ্ছাও পূরণ হবে ইনশাআল্লাহ। যারা হজ্জে যাওয়ার নিয়ত করছেন তাদের জন্য, ওমরাহ হজ্জের পেমেন্টে নগদ ইসলামিক দিচ্ছে ১৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপহার।
অফারের বিস্তারিত:

নগদ ইসলামিক গ্রাহকরা নির্দিষ্ট মার্চেন্ট থেকে ওমরাহ প্যাকেজ কিনে, করে নগদ ইসলামিক একাউন্টের মাধ্যমে পেমেন্ট করলে  ‘উপহার’ হিসেবে ১৫,০০০/- টাকা পর্যন্ত ছাড় (Discount) পাবেন করারযোগ্যহবেননিচেরটেবিলঅনুযায়ী:

মার্চেন্টনাম অফার
Ajmeri Travel Agency ১৫,০০০/- টাকা ডিসকাউন্ট, ওমরাহ প্যাকেজের জন্য
Elegant Holidays ৫,০০০/- টাকা ডিসকাউন্ট, ওমরাহ প্যাকেজের জন্য
I T S Holiday Ltd. ৩,০০০/- টাকা ডিসকাউন্ট, ওমরাহ প্যাকেজের জন্য
Humming Bird Tour & Travels ১৫,০০০/- টাকা ডিসকাউন্ট, ওমরাহ প্যাকেজের জন্য

২। আপনি এই উপহারটি নিতে পারবেন যদি শুধু ‘নগদ ইসলামিক’ অ্যাপ (App) বা *167# (ইউএসএসডি) – এর পেমেন্ট করেন

৩। আপনি এই অফারের সবশর্ত পূরণসাপেক্ষে, সম্পূর্ণ ক্যাম্পেইন চলা কালে এই উপহারটি একাধিকবার নিতে পারবেন

এই উপহারটি পেতেহলে আপনারনগদ ইসলামিক একাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে

৫। এই উপহার টি ২৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত চলবে

৬। এই অফারটি শুধু ওমরাহ প্যাকেজের জন্য প্রযোজ্য

এই অফারের আওতাধীন সমস্ত শর্তাদি পূরণ করার পরেও, যদি অন্য কোনো অজানা বা অনাকাঙ্ক্ষিত কারণে উপহারটি না পেয়ে থাকেন তবে ‘নগদ ইসলামিক’ এই উপহার দেয়ার জন্য অতিরিক্ত একবার চেষ্টা করবে পরবর্তী তিন (৩০) কর্ম দিবসের মধ্যে। তারপরেও যদি আপনি কোনো কারণে না পান, সেক্ষেত্রে আপনি আর এই উপহারটির আওতাভুক্ত থাকবেন না এবং ‘নগদ ইসলামিক’ এই উপহারটির  জন্য আর দায়ী থাকবে না

৮। ‘নগদ ইসলামিক’ এই শর্তগুলো পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার কিংবা কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই, পুরো অফারটি বাতিল করার অধিকার রাখে

৯। এই সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত ‘নগদ ইসলামিক’ কর্তৃক সংরক্ষিত এবং ‘নগদ ইসলামিক’-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে

১০‘নগদ ইসলামিক’ ঘোষণা করে যে,

ক) নগদ ইসলামিক একটি সম্পূর্ণ সুদবিহীন এমএফএস একাউন্ট। এর কার্যক্রম শরিয়াহ সুপারভাইজারি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত। নগদ ইসলামিক সবসময় হালাল প্রোডাক্ট ক্রয়ে উৎসাহিত করে।

খ) ‘নগদ ইসলামিক’ বা নগদ ইসলামিকের কোন প্রতিনিধি, কোনো সময়েই একাউন্টের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কিংবা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার (পিন) নাম্বার চাইবে না

গ) ইহা আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবে না

ঘ) ইহা গ্রাহককে শুধু 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই যোগাযোগ করবে। এই অফারের আওতায় নগদ ইসলামিকের মাধ্যমে টাকা প্রদানের ক্ষেত্রে, যেকোন প্রকার বিভ্রান্তি বা দ্বিধা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 09616167 নাম্বারে কল করতে পারেন
ঙ) এই ক্যাম্পাইনে অংশগ্রহণের জন্য কোন ব্যক্তিকে বাধ্য বা প্ররোচিত করবে না। অতএব, নগদ ইসলামিকের এই ক্যাম্পাইনে একজন ব্যাক্তি সম্পূর্ণ সম্মতি সহকারে অংশগ্রহণ কেবল সেইব্যক্তির একমাত্র বিবেচনার বিষয়

চ) উপরের ঘোষণা সমূহের পরও তৃতীয় কোন পক্ষের কোন কার্যের জন্য কোন ক্ষতি সাধিত হলে, নগদ ইসলামিক কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই অফার সম্পর্কিত যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে আপনি নগদ ইসলামিকের হটলাইন নাম্বারে (16167 অথবা 096 096 16167) অবহিত করবেন

ছ) এই শর্তগুলো বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় উল্লিখিত হবে এবং বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয় সংঘর্ষ হলে, তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে