নগদ ইসলামিক গ্রাহকদের জন্য সুখবর। ব্যাংক থেকে কমপক্ষে ৳৩,৫০০ অ্যাড মানি করে, সর্বোচ্চ পেমেন্ট বা মোবাইল রিচার্জ করলেই প্রতি সপ্তাহে জিতে নিতে পারবেন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ উপহার।
অফার শর্তাবলি:
১। প্রতি সপ্তাহে একজন নগদ ইসলামিক গ্রাহক অ্যাড মানি অপশন ব্যবহার করে ব্যাংক থেকে নগদ ইসলামিক অ্যাপে সর্বনিম্ন ৩,৫০০ টাকা যোগ করে এবং একটি নির্দিষ্ট সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মার্চেন্ট পেমেন্ট (অনলাইন বা অফলাইন) বা মোবাইল রিচার্জ করে এই ক্যাম্পেইনে অংশ নিয়ে ঢাকা-মালদ্বীপ-ঢাকা কাপল হলিডে প্যাকেজ জিতে নিতে পারবেন নিচের তালিকা অনুযায়ী –
১ম সপ্তাহ | ২য় সপ্তাহ | ৩য় সপ্তাহ | ৪থ সপ্তাহ | ৫ম সপ্তাহ | ৬ষ্ঠ সপ্তাহ | ৭ম সপ্তাহ |
১ নভেম্বর – ১৬ নভেম্বর | ১৭ নভেম্বর –২৩ নভেম্বর | ২৪ নভেম্বর –৩০ নভেম্বর | ১ ডিসেম্বর – ৭ ডিসেম্বর | ৮ ডিসেম্বর – ১৪ ডিসেম্বর | ১৫ ডিসেম্বর – ২১ ডিসেম্বর | ২২ ডিসেম্বর – ২৮ ডিসেম্বর |
২। আপনি যদি ক্যাম্পেইন চলাকালীন কোনো এক সপ্তাহে ব্যাংক থেকে টাকা অ্যাড করে অন্য সপ্তাহে মার্চেন্ট পেমেন্ট করেন তবে আপনি এই ক্যাম্পেইনে অংশ গ্রহণে যোগ্য বলে বিবেচিত হবেন না। উদাহরণস্বরূপ- আপনি ১ম সপ্তাহে অ্যাড মানি করেছেন এবং একই সপ্তাহে কোনো ট্রানসেকশন (মোবাইল রিচার্জ বা মার্চেন্ট পেমেন্ট) করেননি কিন্তু দ্বিতীয় সপ্তাহে মার্চেন্ট পেমেন্ট করেছেন তবে এই ক্যাম্পেইনের অর্ন্তভুক্ত হবেন না
৩। আপনি যদি বিলার পেমেন্ট বা উদ্যোক্তা পেমেন্ট করে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না
৪। সম্পূর্ণ ক্যাম্পেইন চলাকালীন প্রতি সপ্তাহে একজন বিজয়ী কেবল একবার (০১) এই হলিডে প্যাকেজ জিতে নিতে পারবেন
৫। এই ক্যাম্পেইনের অধীনস্থ অফারটি শুধু রেগুলার নগদ অ্যাপ এবং নগদ অ্যাপ ইসলামিক-এর মাধ্যমে ব্যাংক টু নগদ (Bank to Nagad) –এর জন্য প্রযোজ্য
৬। একজন মনোনীত বিজয়ীকে ক্যাম্পেইন পরবর্তী সাত (০৭) কর্মদিবসের মধ্যে এসএমএস (SMS) অথবা নগদ ইসলামিক কাস্টমার সার্ভিস প্রতিনিধির মাধ্যমে আউট বাউন্ড কল (সর্বোচ্চ ৩ বার) করে ভাউচারটি গ্রহণের জন্য জানানো হবে। এক্ষেত্রে কোনো কারণে কল রিসিভ, নির্দেশনা অনুসরণে অথবা গিফটটি গ্রহণে উপস্থিত হতে অথবা রিডিম করতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনি আর এই ক্যাম্পেইনের আওতাভুক্ত গিফটের বিজয়ী হিসেবে গণ্য হবেন না এবং নগদ ইসলামিক-এর জন্য আর দায়ী থাকবে না
৭। যদি কোনো বিজয়ী এই ক্যাম্পেইনের শর্তাবলি পরিপালনে ব্যর্থ হন তবে তাকে পুরস্কারটির অযোগ্য বলে বিবেচিত হবেন
৮। এই ক্যাম্পেইনটি ১০ নভেম্বর, ২০২৩ থেকে ২৮ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত কার্যকর থাকবে
৯। এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হলে আপনার নগদ ইসলামিক একাউন্টটি অবশ্যই সচল এবং ফুল প্রোফাইলে থাকতে হবে
১০। প্যাকেজ নীতিমালা অনুযায়ী প্যাকেজ, তথ্য, ফ্লাইট শিডিউল, ভাউচার রিডেম্পশন, আবাসন বা ক্যাম্পেইনের সঙ্গে সংশ্লিষ্ট যেকোন গ্রাহক সেবার একক দায়-দায়িত্ব সংশ্লিষ্ট এয়ারলাইন্স বহন করবে। নগদ ইসলামিক শুধু ভাউচার হস্তান্তর এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়িত্ব গ্রহণ করবে
১১। ক্যাম্পেইনের আওতাভুক্ত ভাউচার পাওয়ার জন্য কেউ অসদুপায় অবলম্বন করলে অথবা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে ওই ব্যক্তিকে এই ক্যাম্পেইন হতে অযোগ্য বলে গণ্য করা হবে
১২। নগদ ইসলামিক এই শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার অথবা কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো ক্যাম্পেইনটি বাতিল করার অধিকার রাখে
১৩। এই সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নগদ ইসলামিক কর্তৃক সংরক্ষিত এবং নগদ ইসলামিক-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে
১৪। নগদ ইসলামিক ঘোষণা করে যে,
ক) নগদ ইসলামিক বা নগদ ইসলামিক-এর কোনো প্রতিনিধি, কোনো সময়ই আপনার কাছে নগদ একাউন্ট, একাউন্ট নাম্বার, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কিংবা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার (পিন) নাম্বার চাইবে না। ইহা আপনাকে কোনো প্রকার লেনদেন করতে বলবে না
খ) নগদ ইসলামিক একজন প্রতিনিধি আপনাকে অন্য কারও কাছে টাকা পাঠাতে অথবা কোথাও অ্যাড মানি করতে বলবে না, যদি আপনি কারও কাছে টাকা পাঠিয়ে বা অ্যাড করে প্রতারণার শিকার হন সেক্ষেত্রে তার দায়ভার সম্পূর্ণ আপনার
গ) নগদ ইসলামিক গ্রাহককে শুধু 096 096 16167 নাম্বার থেকেই যোগাযোগ করবে। এই সার্ভিসের আওতায় নগদ ইসলামিক মাধ্যমে টাকা প্রদানের ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি বা দ্বিধা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারেন
ঘ) অ্যাড মানি (Add Money) করার পর পেমেন্ট সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ব্যাংক একাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে চলে যাবে। উল্লেখিত লেনদেনের জন্য যদি ব্যাংক-এর নীতিমালা অনুসারে আপনাকে অতিরিক্ত চার্জ প্রদান করতে হয়, নগদ ইসলামিক সে সকল চার্জের জন্য দায়ী বা দায়বদ্ধ থাকবে না
ঙ) আপনি নগদ ইসলামিক অ্যাপ ব্যবহার করে আপনার ব্যাংক একাউন্ট-এর ব্যালেন্স চেক করতে পারবেন না। যদি অ্যাড মানি (Add Money) করার সময় ভুল নগদ ইসলামিক নাম্বার অথবা প্রদানের সময় ভুল হলে (যেমন ৫০০ টাকা যোগ করার পরিবর্তে ৫০০০ টাকা যোগ করা হয়েছে) সে সকল ভুল লেনদেনের জন্য নগদ দায়ী বা দায়বদ্ধ থাকবে না
চ) নির্ধারিত ব্যাংক একাউন্ট সম্পর্কিত যেকোন সমস্যায় আপনি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের অনুমোদিত গ্রাহক পরিষেবায় যোগাযোগ করবেন
ছ) উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোনো পক্ষের দ্বারা আপনার কোনো ক্ষতি হলে, নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই ক্যাম্পেইনের সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে নগদ ইসলামিক-এর হটলাইন নাম্বারে (16167 অথবা 096 096 16167) কল করার অনুরোধ করা হচ্ছে
জ) নগদ ইসলামিক এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে বাধ্য বা প্ররোচিত করে না। অতএব, নগদ ইসলামিক-এর এই ক্যাম্পেইনে একজন ব্যক্তি সম্পূর্ণ সম্মতি সহকারে অংশগ্রহণ কেবল ওই ব্যক্তির একমাত্র বিবেচনার বিষয়
ঝ) এই ক্যাম্পেইনের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে এবং বাংলা ও ইংরেজির মধ্যে কোনো বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে