ডাক বিভাগের ডিজিটাল লেনদেন

৳৫৫ বোনাস উপহার অ্যাড মানি’তে

প্রতিদিনের লেনদেনকে আরো সহজ করতে, অ্যাড মানি ফিচার এনে দিয়েছে বাড়তি সুবিধা। এবার সেই সুবিধাকে আরো উপভোগ্য করতে, নগদ ইসলামিক নিয়ে এসেছে দারুণ একটি অফার। এখন ব্যাংক থেকে নগদ ইসলামিকে ২,৫৫৫ টাকা অ্যাড মানি করলে, পাচ্ছেন ৫৫ টাকা ইনস্ট্যান্ট বোনাস উপহার!

  1. নগদ ইসলামিক অ্যাপের “Card to Nagad” অপশন ব্যবহার করে মাস্টারকার্ড থেকে ২,৫৫৫ টাকা (দুই হাজার পাঁচশ পঞ্চান্ন টাকা), নগদ ইসলামিক একাউন্টে অ্যাড মানি করলে আপনি রেগুলার ক্যাশ বোনাস হিসেবে ৳৫৫ (পঞ্চান্ন টাকা) উপভোগ করতে পারবেন
  2. এছাড়াও, ২,৫৫৫ টাকা অ্যাড মানি করলে আপনি মেগা ক্যাশ বোনাস ক্যাম্পেইনে অংশগ্রহণের সুযোগ পাবেন এবং ক্যাম্পেইন চলাকালে মাস্টারকার্ড থেকে নগদে সর্বোচ্চ অ্যাড মানি করা শীর্ষ ৫৫ জন গ্রাহক নিচের টেবিল অনুযায়ী মেগা ক্যাশ বোনাস জিতে নিতে পারবেন—
স্থান বিজয়ীর সংখ্যা মেগা ক্যাশ বোনাস (টাকা)
১ম ১ জন ১০,০০০
২য়–৫ম ৪ জন ৫,০০০
৬ষ্ঠ–১০ম ৫ জন ২,০০০
১১তম–২০তম ১০ জন ১,০০০
২১তম–৫৫তম ৩৫ জন ৫০০
  1. এই অফারটি শুধু বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান থেকে ইস্যুকৃত মাস্টারকার্ড ব্যবহার করে, নগদ  ইসলামিক অ্যাপের “Card to Nagad” অপশনের মাধ্যমে অ্যাড মানির ক্ষেত্রে প্রযোজ্য হবে
  2. একজন গ্রাহক অফারের পুরো মেয়াদে রেগুলার ক্যাশ বোনাস একবার উপভোগ করতে পারবেন; তবে সর্বোচ্চ অ্যাড মানি করে মেগা ক্যাশ বোনাস জেতার সুযোগ পাবেন
  3. অফারের সকল শর্ত পূরণ সাপেক্ষে, মাস্টারকার্ড থেকে যে নগদ ইসলামিক একাউন্টে (রিসিভার) অ্যাড মানি করা হবে, সেই একাউন্টে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে রেগুলার ক্যাশ বোনাস প্রদান করা হবে
  4. আপনি যদি মেগা ক্যাশ বোনাস বিজয়ী হন, তাহলে আপনাকে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং অফার শেষ হওয়ার পর ৭ (সাত) কার্যদিবসের মধ্যে আপনার নগদ একাউন্টে বোনাস প্রদান করা হবে। একজন গ্রাহক পুরো অফার চলাকালে সকল সেগমেন্ট মিলিয়ে মাত্র একবার মেগা ক্যাশ বোনাস জিততে পারবেন
  5. বিজয়ীদের তালিকা (ছবিসহ) নগদ লিমিটেডের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেইজে প্রকাশ করা হবে\
  6. পুরো অফার চলাকালে সর্বোচ্চ লেনদেনের পরিমাণের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে। একাধিক গ্রাহকের লেনদেনের পরিমাণ সমান হলে, নগদইসলামিক-এর বিজয়ী নির্বাচন নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে
  7. রেগুলার বা মেগা ক্যাশ বোনাস পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও যদি একাউন্ট ব্যালেন্স সীমা অতিক্রম করার কারণে অথবা অজানা/অপ্রত্যাশিত কোনো কারণে বোনাস প্রদান করা সম্ভব না হয়, তাহলে অফার মেয়াদ শেষ হওয়ার পর ৭ কার্যদিবসের মধ্যে নগদ আরও একবার বোনাস প্রদানের চেষ্টা করবে। তাতেও বোনাস প্রদান সম্ভব না হলে, পরবর্তীতে আর কোনো প্রচেষ্টা নেওয়া হবে না এবং সংশ্লিষ্ট গ্রাহক এই অফারের আওতায় বোনাস পাওয়ার যোগ্য বিবেচিত হবেন না
  8. কোনো বিজয়ী যদি অফারের শর্তাবলি অনুসরণ না করে, তবে তাকে এই অফারের অযোগ্য ঘোষণা করা হবে
  9. এই অফারটি ২১ ডিসেম্বর, ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত চলবে
  10. এই অফারটি বিদ্যমান ও নতুন নিবন্ধিত সাধারণ এবং ইসলামিক নগদ ইসলামিক গ্রাহকদের জন্য প্রযোজ্য
  11. এই অফারের সাথে সংশ্লিষ্ট কোনো ভেন্ডর এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না
  12. এই অফারটি পেতে হলে আপনার ‘নগদ’ একাউন্টটি অবশ্যই সচল এবং ফুল প্রোফাইলে থাকতে হবে
  13. ক্যাশ বোনাস অফারের দায়ভার মাস্টারকার্ড বহন করবে এবং এই অফারের আওতায় পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে নগদ দায়িত্ব পালন করবে
  14. কোনো অংশগ্রহণকারী যদি ক্যাশ বোনাস পাওয়ার উদ্দেশ্যে কোনো ধরনের যোগসাজশ বা সন্দেহজনক লেনদেন/কার্যক্রমে জড়িত থাকেন, তবে তাকে এই অফারের অযোগ্য ঘোষণা করা হবে
  15. নগদ ইসলামিক কোনো পূর্বঘোষণা ছাড়াই এই অফারের শর্তাবলি পরিবর্তন, সংশোধন, মেয়াদ বৃদ্ধি বা সম্পূর্ণ বাতিল করার অধিকার সংরক্ষণ করে
  16. এই অফার সংক্রান্ত নগদ ইসলামিক-এর যেকোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে

শর্তাবলী

নগদ ইসলামিক ঘোষণা করে যে,

ক) নগদ বা নগদ ইসলামিক-এর কোনো প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবেন না

খ) নগদ বা নগদ ইসলামিক-এর কোনো প্রতিনিধি আপনাকে কোনো প্রকার লেনদেন করতে বলবেন না

গ) শুধু 096 096 16167 নাম্বার থেকেই আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ ইসলামিক-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোনো প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন

ঘ) এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে বাধ্য বা প্ররোচিত করবে না। অতএব, নগদ ইসলামিক-এর এই ক্যাম্পেইনে একজন ব্যাক্তির সম্পূর্ণ সম্মতি সহ অংশগ্রহণ কেবল ঐ ব্যক্তির একমাত্র বিবেচনার বিষয়

ঙ) উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোনো পক্ষ কর্তৃক আপনার কোনো ক্ষতি হলে, নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই অফার সম্পর্কে যেকোনো প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে

চ) এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোনো বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে