Menu
ডাক বিভাগের ডিজিটাল লেনদেন
শরিয়াহসম্মত ও সুদবিহীন লেনদেনের পাশাপাশি গ্রাহকদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করতে, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ ইসলামিক নিয়ে এসেছে ‘ব্যাংক টু নগদ’ অ্যাড মানি সার্ভিস। এখন কোন চার্জ ছাড়াই, আপনার নগদ ইসলামিক একাউন্টে টাকা আনতে পারবেন যখন খুশি তখন। ব্যাংক থেকে যেকোন ‘নগদ ইসলামিক’ একাউন্টে প্রতিদিন ৫ বার সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবেন। এভাবে প্রতিমাসে ২৫ বার- সর্বমোট ২,০০,০০০ টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবেন।
বর্তমানে আপনি নিচের ইসলামিক ব্যাংকিং প্রতিষ্ঠানসমূহের ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে, ইনস্ট্যান্ট টাকা আপনার নগদ ইসলামিক একাউন্টে আনতে পারবেন। সংশ্লিষ্ট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ওয়েবসাইটে যেতে নিচের লিস্ট থেকে আপনার কাঙ্ক্ষিত ব্যাংকের নামের উপর ক্লিক করুন।
ইসলামিক ব্যাংকিং প্রতিষ্ঠানসমূহ
যেভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন:
১. নগদ ইসলামিক অ্যাপ হোম স্ক্রিন থেকে ‘অ্যাড মানি’ নির্বাচন করুন
২. ‘ব্যাংক টু নগদ ইসলামিক’ সিলেক্ট করুন
৩. ব্যাংক সিলেক্ট করুন
৪. ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ / ওয়েবে লগ ইন করুন
৫. ‘অ্যাড বেনিফিশিয়ারি’ অথবা ‘ম্যানেজ বেনিফিশিয়ারি’ ক্লিক করুন (ফান্ড ট্রান্সফার / ট্রান্সফার টু নগদ-এর নিচে)
৬. নির্দেশিত ধাপগুলো অনুসরণ করে বেনিফিশিয়ারি হিসেবে নগদ ইসলামিক একাউন্ট অ্যাড করুন
৭. এখন বেনিফিশিয়ারি নগদ ইসলামিক একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন
যেভাবে ব্যাংক থেকে নগদ ইসলামিক একাউন্টে টাকা আনবেন:
১. নগদ ইসলামিক অ্যাপ হোম স্ক্রিন থেকে ‘অ্যাড মানি’ নির্বাচন করুন
২. ‘ব্যাংক টু নগদ ইসলামিক’ সিলেক্ট করুন
৩. ব্যাংক সিলেক্ট করুন
৪. ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ/ওয়েব-এ লগ ইন করুন
৫. ফান্ড ট্রান্সফার/ট্রান্সফার টু নগদ ইসলামিক সিলেক্ট করুন
৬. বেনিফিশিয়ারি লিস্ট থেকে নগদ ইসলামিক একাউন্ট সিলেক্ট করুন
৭. ব্যাংক ডেবিট একাউন্ট সিলেক্ট করুন
৮. টাকার পরিমাণ দিন এবং কারণ লিখুন
৯. ওটিপি টাইপ করুন
১০. কনফার্ম বাটনে ক্লিক করুন
১১. ট্রান্সফার শেষে কনফার্মেশন এসএমএস পাবেন
বিশেষ দ্রষ্টব্য:
১. ‘ব্যাংক টু নগদ ইসলামিক’ অ্যাড মানি সার্ভিসটি সম্পূর্ণ ফ্রি
২. নগদ ইসলামিক একটি সম্পূর্ণ সুদবিহীন এমএফএস একাউন্ট। এর কার্যক্রম শরিয়া সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত
৩. ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে দেশের বাইরে থেকেও ‘নগদ ইসলামিক’ একাউন্টে অ্যাড মানি করতে পারবেন। তবে ‘নগদ ইসলামিক’ অ্যাপটি শুধু বাংলাদেশে ব্যবহার করা যাবে