ডাক বিভাগের ডিজিটাল লেনদেন

DR. MOHAMMAD MOHIUDDIN

ড. মুহাম্মদ মুহিউদ্দিন (মাহি)

সদস্য, শরিয়াহ সুপারভাইজরি কমিটি

তরুণ ইসলামি চিন্তাবিদ মোহাম্মদ মুহিউদ্দিন ইসলামিক অর্থ ব্যবস্থাপনা এবং ডিজিটাল আর্থিক সেবা বিষয়ের প্রাজ্ঞজন। শিক্ষকতার পাশাপাশি একাধারে গবেষক এবং আন্তর্জাতিক বক্তা হিসেবেও তাঁর সুপরিচিতি রয়েছে।

মুহাম্মদ মুহিউদ্দিন বর্তমানে গ্লোবাল ফিলানথ্রপিক প্ল্যানেট (জিপিপি) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কুয়েত ইউনিভার্সিটির ইসলামিক ইকনোমিক্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ক (ইংরেজি প্রোগ্রাম), রিসার্চ ল্যাব চট্টগ্রামের (আরএলসি) প্রধান উপদেষ্টা এবং এশিয়ান-আফ্রিকান ইয়ুথ গভর্নমেন্ট-এর (এএওয়াইজি) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্বব্যাপী মানবকল্যাণ সেবা ও উদ্যোগের সংগঠক হিসেবেও কাজ করছেন মুহাম্মদ মুহিউদ্দিন। ইসলাম ধর্ম ও ইতিহাসের ওপর তাঁর বেশ কয়েকটি জার্নাল এবং প্রকাশনা রয়েছে। যার মধ্যে ‘এ জার্নি টু ইন্টার-কালচার অ্যান্ড ইন্টার-সিভিলাইজেশন স্টাডিজ’, শিরোনামের গবেষণাটি উল্লেখযোগ্য। প্রকাশনাটি ২০১৭ সালে মরক্কোর আগাদিরে অনুষ্ঠিত ‘পিস্ অন ডাইভারসিটি’ শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলনে উন্মোচিত হয়। জনাব মহিউদ্দিন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে ইসলামিক রিভিলড নলেজ অ্যান্ড হেরিটেজ (কুরআন ও সুন্নাহ স্টাডিজ বিভাগ) বিষয়ে ডক্টর অব ফিলোসফি ডিগ্রি অর্জন করেন।