ডাক বিভাগের ডিজিটাল লেনদেন

MOHAMMAD AMINUL HAQUE

মোহাম্মদ আমিনুল হক

নির্বাহী পরিচালক, নগদ লিমিটেড

মোহাম্মদ আমিনুল হক বর্তমানে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক এবং প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে কর্মরত। সারা বিশ্বের ফরচুন ফাইভ হান্ড্রেড প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে তিনি অপারেশনাল দক্ষতা অর্জন এবং ডেটাকে ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে অবকাঠামো প্রতিষ্ঠায় অবদান রেখেছেন।

বোরসা ইস্তাম্বুল রিভিউতে প্রকাশিত সুকুক বা ইসলামি বন্ড বিষয়ে বিশ্বব্যাপী বহুল আলোচিত গবেষণাপত্রের সহ-লেখক অমিনুলের ইসলামিক অর্থ ব্যবস্থাপনার ওপর পান্ডিত্য রয়েছে। ‘নগদ’-এ যোগদানের আগে জনাব আমিনুল রেনোয়ার কনসাল্টিং-এর দক্ষিণ-পূর্ব এশিয়া টিমের নেতৃত্ব দেন এবং বিভিন্ন প্রকল্পের কার্যক্রম এবং ব্যবস্থাপনার তত্ত্বাবধান করেন।

আমিনুল হক ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশে রয়্যাল ডাচ শেল, ব্রিটিশ পেট্রোলিয়াম, ব্যাংক মানদিরি, পলিট্রন এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো বহুজাতিক প্রতিষ্ঠানে তাঁর বৈচিত্র্যময় কাজের অভিজ্ঞতাকে কার্যকরভাবে প্রয়োগ করেছেন। আর্থিক খাত ছাড়াও জনাব আমিনুল আরো অনেক খাতেই নিজের অবদান রেখেছেন। যার মধ্যে রয়েছে তেল ও গ্যাস, খনি, লজিস্টিকস এবং ইলেকট্রনিক্স উৎপাদন খাত। জনাব আমিনুল ইউনিভার্সিটি অব নটিংহাম থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।