ডাক বিভাগের ডিজিটাল লেনদেন

নগদ ইসলামিক থেকে লেনদেনে মক্কা-মদিনা সফরের সুযোগ

আপনাদের জন্যই নগদ ইসলামিকের সুখবর। নগদ ইসলামিকে লেনদেন করে আপনিও যেতে পারেন মক্কা-মদিনা সফরে। মোবাইল রিচার্জ, পেমেন্ট, ব্যাংক বা কার্ড থেকে অ্যাড মানিসহ যেকোনো লেনদেন করুন আর উপহার হিসেবে উপভোগ করুন ‘মক্কা-মদিনা সফর’-এর সুযোগ।  

ক্যাম্পেইনের বিস্তারিত:

১। একজন নগদ ইসলামিক গ্রাহক ‘নগদ ইসলামিক’-এর মাধ্যমে যেকোনো লেনদেন করে উপহার হিসেবে ‘মক্কা-মদিনা সফর’ উপভোগ করার সুযোগ পাবেন

২। এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে, একজন নগদ ইসলামিক গ্রাহককে নগদ ইসলামিক অ্যাপ বা ইউএসএসডি বা অনলাইনের মাধ্যমে লেনদেন করতে হবে

৩। ক্যাম্পেইন চলাকালে একজন মনোনীত নগদ ইসলামিক গ্রাহক উপহারটি শুধু একবারই (০১) উপভোগ করার সুযোগ পাবেন

৪। একজন গ্রাহক এই ক্যাম্পেইনের আওতাধীন সকল শর্তাবলি পূরণ সাপেক্ষে শরীয়াহসম্মত প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে মনোনীত হবেন

৫। যদি কোনো নগদ ইসলামিক গ্রাহক ‘মক্কা-মদিনা সফর’-এর জন্য মনোনীত হন, তাহলে পরবর্তী ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে আপনাকে নগদ ইসলামিক-এর গ্রাহক সেবা থেকে এসএমএস অথবা আউট বাউন্ড কলের (সর্বোচ্চ ১ বার) মাধ্যমে জানানো হবে এবং উপহার গ্রহণের জন্য নির্দিষ্ট তারিখ ও স্থানে নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হতে হবে। সেক্ষেত্রে আপনি যদি কল রিসিভ করতে ব্যর্থ হন বা কোনো কারণে নির্ধারিত তারিখ ও স্থানে উপস্থিত হতে ব্যর্থ হন তাহলে এই ক্যাম্পেইনের আওতায় আপনি আর উপহারটি গ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন না এবং ‘নগদ ইসলামিক’-এর কোনো দায় বহন করবে না

৬। উপহারের জন্য মনোনীত একজন নগদ ইসলামিক গ্রাহক এই ক্যাম্পেইনের শর্তাবলি প্রতিপালনে ব্যর্থ হলে তিনি এই ক্যাম্পেইন থেকে অযোগ্য বলে বিবেচিত হবেন

৭। নির্ধারিত ট্রাভেল এজেন্সি ‘মক্কা-মদিনা সফর’ উপহারটি ও সফর সংক্রান্ত সকল সেবার জন্য দায়বদ্ধ থাকবে। নগদ ইসলামিক শুধু বিজয়ী নির্বাচন, ঘোষণা এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ থাকবে

৮। ক্যাম্পেইনের আওতায় উপহার পাওয়ার জন্য কোনো অংশগ্রহণকারীকে সন্দেহজনক লেনদেন বা অবৈধ কার্যকলাপে পরিচালনায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে তিনি এই ক্যাম্পেইন থেকে অযোগ্য বলে বিবেচিত হবেন এবং বাংলাদেশের আইন অনুযায়ী (প্রয়োজনে) ব্যবস্থা গ্রহণ করা হবে

৯। নগদ ইসলামিক গ্রাহকদের জন্য ‘মক্কা-মদিনা সফর’ ক্যাম্পেইনটি নগদ ইসলামিক-এর সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) একটি অংশ

১০। এই ক্যাম্পেইনটি  ১২ মার্চ, ২০২৪ তারিখ হতে শুরু করে পরবর্তী নির্দেশনা পর্যন্ত চলবে

১১। এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হলে আপনার নগদ ইসলামিক একাউন্টটি অবশ্যই সক্রিয় হতে হবে। এই ক্যাম্পেইনের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না

১২। নগদ ইসলামিক এই শর্তাবলি যেকোনো প্লাটফর্মে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন/বাতিল/স্থগিত করার অধিকার রাখে

১৩। এই অফার সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত নগদ ইসলামিক নিতে পারবে এবং নগদ ইসলামিক-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে

১৪। নগদ ইসলামিক ঘোষণা করে যে,

ক) নগদ ইসলামিক বা নগদ ইসলামিক-এর কোনো প্রতিনিধি, কোনো সময়েই আপনার কাছে একাউন্টের ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) বা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার (PIN) চাইবে না

খ) নগদ ইসলামিক বা নগদ ইসলামিক-এর কোনো প্রতিনিধি আপনাকে কোনো প্রকার লেনদেন করতে বলবেন না

গ) 16167 অথবা 096 096 16167 নাম্বার থেকেই শুধু গ্রাহকদের সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ ইসলামিক-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোনো প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য আপনি 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন

ঘ) এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে বাধ্য বা প্ররোচিত করবে না। অতএব, নগদ এই ক্যাম্পেইনে একজন ব্যক্তি সম্পূর্ণ সম্মতি সহকারে অংশগ্রহণ কেবল ওই ব্যক্তির একমাত্র বিবেচনার বিষয়

ঙ) উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোনো পক্ষের দ্বারা আপনার কোনো ক্ষতি হলে, নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই অফার সম্পর্কে যেকোনো প্রকার মতবিরোধ দেখা দিলে নগদ-এর হটলাইন নাম্বারে (16167 অথবা 096 096 16167) কল করার অনুরোধ করা হচ্ছে

 

চ) এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোনো বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে